কিশোর বাতায়ন কর্তৃক আয়োজিত জেলা ব্রান্ডিং প্রতিযোগীতায় লেখা কবিতা। কবিতাটি a2i প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পুরস্কৃত হয়েছিল।

গর্বিত আমি

                       মোঃ আলফাজ উদ্দিন

গর্বিত আমি জন্মেছি এ শহর,

এযে আমার প্রাণের শহর যশোর।

এটিই দেশের প্রথম ডিজিটাল জেলা,

এখানেই হয় সেই চিরচেনা মধুমেলা।

খেজুর গুড়ে বিখ্যাত যশোর-

আরো বিখ্যাত ফুলে,

মনটা জুড়িয়ে যায়

দাঁড়ালে কপোতাক্ষ কূলে। তুলা উৎপাদনে শীর্ষ যশোর,

বিখ্যাত নকশিকাঁথায়-

আরো আছে অনেক খ্যাতি

বলি নিজের ভাষায়-

যশোর হলো বাংলাদেশের

প্রথম স্বাধীন জেলা

যশোর হলো বাংলাদশের

ইহিতাস-ঐতিহ্যের ভেলা

তাই বলা যায়-“নকশিকাঁথা, ফুলের মেলা

খেজুর গুড়ের যশোর জেলা।”