**স্বাধীনতার প্রতীক্ষা**

                     **আলফাজ উদ্দিন**

স্বাধীনতা, তুমি কবে আসবে?

তোমার পথ চেয়ে বসে আছে লক্ষ লক্ষ মানুষ,

সকলের মনে রয়েছে উত্তর না জানা কিছু প্রশ্ন –

স্বাধীনতা তুমি কবে আসবে? কখন আসবে? কিভাবে আসবে?

আমি জানি –তুমি আসবে এমন এক দিনে,

যেদিন আকাশ জুড়ে প্রকান্ড লাল সূর্য উঠবে।

অথবা এমন এক রাতে,

যেরাতে আকাশ ভরে পূর্ণ চাঁদ হাসবে।

স্বাধীনতা তুমি কখন আসবে?

তুমি আসবে এমন এক দুপুরে,

যখন থাকবে খা খা রৌদ্দুরতবুও কেউ করবে না অসহ্যবোধ।

অথবা এমন এক গোধূলিতে,

যখন শহীদ মায়ের মনে থাকবে না কোনো সন্তান হারানোর ক্ষোভ।

স্বাধীনতা তুমি কিভাবে আসবে?

তুমি আসবে প্রতিটি বীর মুক্তিযোদ্ধা ও সাহসী বীরাঙ্গনা রূপে

অথবা আসবে শহীদের রক্ত ও শহীদ মায়ের অশ্রুমিশ্রিত লাল সবুজ পতাকা হয়ে।

1000007576.webp